মাদকাসক্তের চিকিৎসায় পরিবারের সহযোগিতা দরকার

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

মাদকাসক্তের চিকিৎসায় পরিবারের সহযোগিতা, ভালোবাসা, পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে চিকিৎসকের চেয়েও পরিবারের পাশে থাকা অত্যন্ত জরুরি। কিছু বিষয় পরিবারকে মেনে চলতে হয়। যেমন: রোগীকে আগের দিনের আসক্তির বিষয় নিয়ে খোঁচা দিয়ে কথা না বলা। মনে আঘাত দিয়ে কথা না বলা। নেশার জন্য পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতির বিষয়টি তার সামনে আলোচনা না করা। চিকিৎসকের পরামর্শমতো রোগীকে সার্বিক তত্ত্বাবধানে রাখা। রোগীর সঙ্গে সময় কাটানো। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা-গল্প করা। তার প্রতি ভালোবাসা মুখে প্রকাশ করা। রোগীর সঙ্গে খুব কঠিন ও প্রশ্রয়সুলভ আচরণ না করা। পরিবারের মধ্যে আনন্দময় কর্মকাণ্ড বাড়ানো। বিভিন্ন রকম খেলাধুলা করা ইত্যাদি।

যেকোনো মাদকাসক্তি একটি দীর্ঘস্থায়ী রোগ। একবার ভালো হওয়ার পরও আবার মাদকেআসক্ত হতে পারে। তবে ব্যক্তির সদিচ্ছা, দৃঢ় মনোবল, পরিবারের সহযোগিতা, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সহযোগিতা মাদক থেকে দূরে রাখতে পারে।