মাদকাসক্তির সঙ্গে মানসিক রোগের একটা সম্পর্ক আছে

মাদকাসক্ত ব্যক্তির মাদক ছাড়ার ইচ্ছা থাকতে হবে। চিকিৎসার প্রথম ধাপ পুনর্বাসন কেন্দ্রে থেকে মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করানো । চিকিৎসা শেষে কমপক্ষে দুই বছর যদি মাদক গ্রহণ না করে তবে ধরে নেওয়া যায় তিনি মাদক মুক্ত হয়েছেন।

বারডেম জেনারেল হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক নাসিম জাহান জানালেন, ’মাদকাসক্তির সঙ্গে মানসিক রোগের একটা সম্পর্ক আছে। মাদকাসক্ত ব্যক্তির মানসিক অনেকগুলো রোগের লক্ষণ দেখা যেতে পারে । সিজোফ্রেনিয়া, বিষণ্নতা, ডিপ্রেশন, বাইপোলার মুড ডিসঅর্ডার, আত্মহত্যা কিংবা যেকোনো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে।’

করোনাকালেপ্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শসভা হয়েছে ২৬টি।প্রথম আলো ও ট্রাস্টের ফেসবুকপেজএবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। দর্শকেরাসরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন।