মাদকাসক্তি প্রতিরোধের চিকিৎসা রয়েছে

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৪৯।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান।

প্রশ্ন: আসক্ত ব্যক্তিকে কীভাবে সচেতন করতে পারি?

উত্তর: যারা মাদক গ্রহণ করেন, তাদের হতাশা, ক্ষোভ থাকে । পরিবারের সদস্যরা তাদের বিশ্বাস করে না। মাদকে পুনরাসক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তাদের কাজে পরিবার সমর্থন করেনা । মাদকাসক্তি একটি ব্যাধি । মাদকাসক্তি একটি ব্রেনের রোগ। মাদকাসক্তি প্রতিরোধের চিকিৎসা রয়েছে । মনোরোগ চিকিৎসক তা যথাযথভাবে পরামর্শ দেন। আসক্ত ব্যক্তিকে সচেতন করতে পরিবারের ভূমিকা রয়েছে। ফ্যামিলি কাইন্সেলিং দরকার । ভারসাম্য বজায় রাখতে হবে। মাদকাসক্ত ব্যক্তির পুনরাসক্তির সময়, স্থান, ব্যক্তির ভুমিকা রয়েছে। যে সময়ে, যে ব্যক্তির সঙ্গে মাদক গ্রহণ করতেন। সেই সময়ে বা সেই ব্যক্তির সঙ্গে দেখা হলে আবার মাদক গ্রহনের ইচ্ছা জাগতে পারে। অথবা যে স্থানে বসে মাদক গ্রহণ করতেন । সেই সব ব্যক্তি, স্থান, সময় এড়িয়ে চলতে হবে । পরিবারের সদস্যদের প্রতি বোঝাপড়া থাকা দরকার।