মাদকাসক্তি কি

মাদকদ্রব্য সেবন যখন কোন ব্যক্তির নেশায় পরিণত হয়, তখন তা, একসময় তার মানসিক ও শারীরিক নির্ভরতার অবলম্বনে পরিণত হয়। নেশাজাতীয় দ্রব্যের প্রতি ক্রমাগত আকর্ষণ বৃদ্ধি হয়। দিন দিন মাদকদ্রব্য গ্রহনের ওপর নির্ভরতা বাড়তে থাকে। ফলে সময় ও মাত্রা বাড়তে থাকে। তার সমস্ত মনোযোগ কেড়ে নেয় নেশা। চেনা মানুষটি বদলে যায়। দিনদিন জীবনের সব ধরনের শৃঙ্খলা ভেঙে পড়ে। রাত কাটে নির্ঘুম, অথবা দিন্ররাত একাকার হয়ে যায়। জীবনযাপনে দেখা যায় উচ্ছৃঙ্খলতা। সামাজিক মানুষটিও আস্তে আস্তে অসামাজিক হয়ে উঠে। কোন অবস্থাতেই নিজেকে সন্তুষ্ট ভাবতে পারেনা। এক অস্বাভাবিক অতৃপ্তি থাকে চোখেমুখে, মাদক সেবন বন্ধ করলে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। নেশার টাকার জন্য যেকোনো কাজ করতে প্রস্তুত থাকে। এ অবস্থাকেই মাদকাসক্তি বলে।

করোনাকালে প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

নোট: দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।