‘মাদকাসক্তকে গোপন না করে, বিয়ে না দিয়ে, বিদেশে না পাঠিয়ে চিকিৎসা করান’

প্রিয়জন মাদক গ্রহণ করলে অভিভাবকের জন্য তিনটি পরামর্শ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান। মাদকাসক্তকে গোপন না করে ,বিয়ে না দিয়ে, বিদেশে না পাঠিয়ে চিকিৎসা করানোর কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মাদকাসক্তকে বিদেশ পাঠাবেন না। কারণ বিদেশে গিয়ে ও অজানা কোন মাদক গ্রহণ করতে পারে। মাদকাসক্ত হলে বিয়ে দেবেন না। বরং সুস্থ হলে বিয়ে দিতে পারেন। মাদকাসক্তকে বিয়ে দেবেন না, বিদেশেও পাঠাবেন না । প্রিয়জন মাদকাসক্ত হলে গোপন করবেন না। ধৈর্য নিয়ে চিকিৎসা করলে অবশ্যই রোগী ভালো হবে।