মাদকাসক্ত হলে মানসিক রোগ হতে পারে

কেউ কেউ মনে করেন মাদকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করলে সন্তান মাদকাসক্ত হতে পারে এটা ভুল ধারণা। আবার অনেক সময় মাদকাসক্তরা চিকিৎসা নিতে ভয় পান। আত্মীয়স্বজন জেনে যাবে এই সব চিন্তা করেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান জানালেন, ’৫০ থেকে ৭০ শতাংশ মাদকাসক্তের ইতিহাস থেকে দেখা যায় যে মাদকাসক্ত হলে তার মানসিক রোগ ও হতে পারে। যেমন ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া বা যৌন রোগ ও দেখা যায়। মাদকের কুফল কিন্তু ভয়াবহ । দেখা যায় মাদক গ্রহণের ফলে সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। মাদকমুক্ত হতে এখন আধুনিক চিকিৎসা রয়েছে। চিকিৎসার পাশাপাশি নিয়মিত ফলোআপ প্রয়োজন হয়।’

উল্লেখ্য করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৪টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।