মাদককে ‘না’ বলার আত্মবিশ্বাস তৈরি করতে হবে

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৬ জানুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৩৬।

প্রশ্ন: মাদককে ‘না ’বলবে কীভাবে ?

উত্তর: মাদককে ‘না ’ একদিনে বা একবারে বলা যায় না। এ জন্য শিশুকাল থেকে চর্চার মধ্যে থাকতে হয়। যে সন্তান আত্মবিশ্বাসী, অশুভকে চিনতে পারে। অন্যের দ্বারা প্রভাবিত হয় না। সে না বলতে পারে। না বলতেও প্রশিক্ষণের প্রয়োজন আছে। কোনো বন্ধু যদি বলে ‘নে দোস্ত মাদক খা’ তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে । আমি ছেড়েছি। আমি মাদক নেব না। ধন্যবাদ। হাসিমুখে বলবে বন্ধু আমি মাদক ছেড়ে দিয়েছি । তার চোখে মুখের দিকে তাকিয়ে বলবে, দেখ আমি মাদক ছেড়ে পড়াশোনা শুরু করছি, আমি ভালো আছি, তুমিও ছেড়ে দাও। চিকিৎসার ভাষায় এভয়েড ব্যাড কোম্পানি, সংক্ষেপে এবিসি বলি।

এর উত্তরে তিনি আরও বলেন, যখন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয় তখন তাকে না বলার কৌশল ও শেখানো হয়। যখন কেউ চাপে থাকবে, নেতিবাচক থাকবে, জড়তা থাকবে, চাইলেই না বলতে পারবে না । শিশুকাল থেকে আত্মবিশ্বাস বাড়াতে হবে। শিশুর সঙ্গে মাদক নিয়ে খোলামেলা আলোচনা করলে সে মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে নিজেই বুঝতে পারবে। শিশুর ওপর কিছু চাপিয়ে দেওয়া নয় বরং তাকেও ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিতে হবে। শিশুকাল থেকে এসব চর্চা করতে হবে।