মাদক ছেড়ে দেওয়ার জন্য নিজের ইচ্ছেই যথেষ্ট, তবে...

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের একটি হলো পরামর্শ সহায়তা অনুষ্ঠান। এ সব অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞগণ মাদকাসক্ত ও তাদের পরিবারের লোকজনকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।

মনোরোগ বিশেষজ্ঞগণ বলেন, মাদক গ্রহণ সহজ। কিন্তু ছেড়ে দেওয়া কিছুটা কঠিন। তবে সবকিছুর একটা শেষ আছে। দিনের পর দিন মাদকাসক্ত জীবন কারও ভালো লাগে না। একসময় জীবনের প্রতি ঘৃণা জন্মে। জীবন তাকে দিশেহারা করে দেয়। তাই মাদকাসক্ত ব্যক্তি ভালো হতে চায়। অন্যদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। এ কথা প্রায় নিশ্চিত করে বলা যায়, কেউ যদি নিজের ইচ্ছায় মাদক ছাড়তে চায় সে অবশ্যই ছাড়তে পারে। তখন মাদকমুক্ত হওয়া অনেক সহজ ও দ্রুত হয়। অনেককে জোর করে ইচ্ছার বিরুদ্ধে মাদক ছাড়তে বাধ্য করা হয়। এ ক্ষেত্রেও যে কেউ মাদকমুক্ত হয়। তবে সময় বেশি লাগে। নিজের ইচ্ছায় ছাড়তে চাইলে খুব অল্প সময়ে দ্রুত মাদকমুক্ত হওয়া যায়।

তাঁরা আরও জানান, যে কেউ ইচ্ছে করলে নিজে মাদকমুক্ত হতে পারে না। কারণ মাদক ছেড়ে দিলে কিছু শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। মাদকাসক্ত ব্যক্তি এসব উপসর্গের সমাধান করতে পারে না। এ জন্য কোনো নিরাময়কেন্দ্রে ভর্তি হতে হয়। অথবা কোনো বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিতে হয়। কিছু দিন নিরাময়কেন্দ্রে চিকিত্সার পর এক-দুই বছর চিকিত্সকের পরামর্শমতো নিয়মের মধ্যে চললে জীবনের মূল ধারায় ফিরে আসতে পারে।