‘মাদক গ্রহণের ফলে সামাজিক ও পারিবারিক জীবন নষ্ট হয়’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২৪।

প্রশ্ন: একজন গাঁজা সেবন করতেন। এখন মাদকমুক্ত হতে চান, কী করবেন?

উত্তর: যিনি নিজে থেকে মাদক ছাড়তে চাচ্ছেন তাকে ধন্যবাদ। মাদক গ্রহণের ফলে সামাজিক ও পারিবারিক জীবন নষ্ট হয় । এটা কেউ কেউ বুঝতে পরেন না। আপনি বুঝতে পেরেছেন এবং মাদকমুক্ত হতে চাচ্ছেন ধন্যবাদ জানাই। সাইকোথেরাপি 'মোটিভেশনাল ইন্টারভিউইং' এর মাধ্যমে চিকিৎসা প্রক্রিয়া শুরু করতে হবে। এই থেরাপিটা শুরু করতে হবে। একবার মাদক গ্রহণ করলে দুই বছর পর্যন্ত শরীরে মাদক থেকে যায়। তাই সাবধান থাকতে হবে। মাদকের কাছে ফিরে যাওয়ার যে ৫টি ট্রিগারিং ফ্যাক্টর ( সময়, স্থান, ব্যক্তি, টাকা এবং মোবাইল ফোন) আছে তা থেকে দূরে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো। আমাদের সবার খেয়াল রাখতে হবে। যেই ব্যক্তি চিকিৎসার পরে সুস্থ হয়ে ফিরে আসলেন , সমাজের লোকজনও যেন তাঁকে গ্রহণ করার মানসিকতা রাখেন। সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সচেতনতা তৈরি করতে হবে।