‘মাদকের চাহিদা কমানোর জন্য সবার সচেতনতা দরকার’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১১০।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান।

‘সিগারেট ছাড়ার উপায় কী’ কিংবা ‘মাদক নিলে কী অসুখ হয়’, এমন সব প্রশ্ন ছিল খুদে শিক্ষার্থীদের। চিকিৎসকও প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সাবলীলভাবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ এস এম রিদওয়ান বলেন, একেক ধরনের মাদকের একেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে। তাই মাদকের চাহিদা কমানোর জন্য সবার সচেতনতার কোনো বিকল্প নেই।