কৌতূহলের বশে মাদকের স্বাদ নিতে গিয়েই কিন্তু একসময় মাদক নির্ভরশীল হয়ে পড়ে। মাদক কোনো সমস্যার সমাধান নয়, বরং সমস্যার সূত্রপাত। এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল বলেন, ‘কখনো কখনো বন্ধুরা এইভাবে বলে, ‘মামা, বুঝলা না কী জিনিস, একবার খাইয়া দেখো’, ‘দেখিই না খেয়ে, কেমন লাগে’। বন্ধুদের চাপে আবার কখনো কৌতূহলের বশে মাদকের স্বাদ নিতে গিয়েই কিন্তু একসময় মাদক নির্ভরশীল হয়ে পড়ে।মাদক নির্ভরশীলতা একটি রোগ। উপযুক্ত চিকিৎসা না পেলে এই রোগে মানুষের ব্যক্তিত্ব, পেশাজীবন সব ধ্বংস হয়ে যেতে পারে, ঘটতে পারে আত্মহত্যার মতো ভয়ংকর ঘটনা। তাই ‘না’ বলতে পারার শক্তি অর্জন করতে হবে। বন্ধুরা যতই চাপাচাপি করলেও, না বলতে হবে, মাদক আমি নেব না’। কৌতূহলের বশেও কখনো মাদক নেওয়া যাবে না। স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না।’
করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৯টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশিত হয়ে থাকে।