নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৫০।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান।

প্রশ্ন: বিষণ্ন বা হতাশা হলে পরিবারের ভূমিকা কি?

উত্তর : ব্যক্তি আসক্ত হলে তার পরিবার অনেক দেরিতে জানতে পারেন। পরিবারের সদস্যরা একটু খেয়াল করলে দেখতে পাবেন তার আচার-ব্যবহার ব্যাপক পরিবর্তন। হঠাৎ করে রেগে যাচ্ছে, টাকা পয়সা দাবি করছে , রাত জেগে থাকছে , দিনে ঘুমাচ্ছে । স্কুল কলেজে অনিয়মিত । বাসায় ঝামেলা করছে । এসব লক্ষণ দেখা দিলে ধরে নেওয়া যায় তিনি আসক্ত, তবে নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি তিনি অস্বীকার করেন তাহলে ডোপ টেস্ট করা যায়। যদি সে বলে মাদক নেয় না । তখন তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করান যেতে পারে। আসক্ত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধেও চিকিৎসা সেবা নেওয়া যায়। এ ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজে মনোরোগ বিভাগসহ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও কেন্দ্রীয় মাদক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করা সম্ভব।