কৌতূহলে বা বন্ধুদের চাপে যুবসমাজ মাদকাসক্ত হচ্ছেন

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা.ফাতিমা মারিয়া খান বলেন, 'মাদক গ্রহণের ফলে কী কী ধরনের ক্ষতি হয়। যারা মাদক গ্রহণ করেন তারা বোঝেন না। মাদক গ্রহণ করার ফলে দেহের ক্ষতি তো হচ্ছেই, মানসিক ক্ষতিও হয়। মাদক গ্রহণের ক্ষেত্রে বিশেষ করে যুবসমাজ কৌতূহলে অথবা বন্ধুদের চাপে মাদকাসক্ত হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘নারীদের মাদকের বিষয়টি আমরা লুকিয়ে রাখি অথবা সামনে আসে না। মাদক গ্রহণের ফলে শারীরিক ও মানসিক দুটো ক্ষতি হয়। শারীরিক ক্ষতির মধ্যে রয়েছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, লিভারের সমস্যা, হেপাটাইটিস, জটিল রোগ, মানসিক রোগ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। যারা গ্রুপে মাদক গ্রহণ করেন তাদের সংক্রমণের হার বেড়ে যায়।’