কেন মানুষ বার বার মাদক গ্রহণ করে?

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

কেন মানুষ বার বার মাদক গ্রহণ করে?

মাদক একবার গ্রহণ করার পর সাময়িক একটি আনন্দের অনুভূতি হয়। কয়েকবার গ্রহণ করতে থাকলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার (এক ধরনের রাসায়নিক পদার্থ) ও রিওয়ার্ড সেন্টার (আনন্দ অনুভন করার কেন্দ্র) ক্রমাগত মাদক গ্রহণ করার জন্য শরিরকে বার্তা পাঠায়।

এক পর্যায়ে ব্যক্তিটি পুরোপুরি মাদক নির্ভর হয়ে পড়ে। মাদক গ্রহণ বন্ধ করলেও শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিক্রিয়া জনিত উপসর্গ দূর করার জন্যই সে পুনরায় মাদক নেয়।