পরিবারের সদস্যরা সবার আগে জানতে পারেন। তাদের প্রিয়জন মাদক গ্রহণ করছেন। চিকিৎসকের কাছে মাদকাসক্তকে না এনে লোকলজ্জার ভয়ে চেপে যান। সন্তানের ওপর মা-বাবার নিয়ন্ত্রণ থাকতে হবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল জানালেন, 'অনেক অভিভাবক বলেন, তাঁদের সন্তান বদলে গেছে। সন্তানদের ঠিকমতো বুঝতে পারছেন না। যারা মাদক গ্রহণ করে, তাদের আচরণ বদলে যায়। খাবার খেতে অনিয়ম করে। চেহারা পরিবর্তন হয়। প্রায়ই নতুন বন্ধু হয়। পড়ালেখা ও খাওয়া দাওয়া বাদ দিয়ে অধিকাংশ সময় বন্ধুদের সঙ্গে থাকে। মেজাজ খিটখিটে হয়। টাকাপয়সার জন্য চাপ দিতে থাকে। সাধারণত এসব উপসর্গ দেখে বোঝা যায়, সে মাদকাসক্ত হয়েছে। একেবারে নিশ্চিত হওয়ার জন্য কোনো চিকিৎসকের কাছে যেতে পারেন। মাদক গ্রহণ করে কি না, এ বিষয়ে কিছু পরীক্ষা দেবেন তিনি। এ পরীক্ষা থেকেও বুঝতে পারবেন, সে মাদক গ্রহণ করে কি না।'
উল্লেখ্য করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৫টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন।