‘এভাবেই পারিবারিক বন্ধন নষ্ট হয়’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৬ অক্টোবর ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া । অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৫৩।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া ।

প্রশ্ন: মাদক গ্রহণ করলে কি হয়?

উত্তর: মাদক গ্রহণের ফলে মাদক মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় । স্বাভাবিক আবেগ নিয়ন্ত্রণ থাকে না, আমরা যাদের সঙ্গে বাস করি সবাই মিলে পরিবার । পরিবারে একে অন্যের সুখে দুঃখে পাশে থাকেন। আর যারা মাদক গ্রহণ করে তাদের আচরণ ভিন্ন হয়ে যায়। তারা সহজ কথা ভালোভাবে নেয় না, ভিন্নভাবে গ্রহণ করে । সব কথায় তারা পরিবারকে শত্রু মনে করেন। মাদক গ্রহণের ফলে তাদের টাকা পয়সার চাহিদা বেড়ে যায়, টাকা পয়সা না পেলে তারা অবাধ্য হয়ে যায়। সামাজিক বন্ধন আস্তে আস্তে ভেঙে যায়। ভাই- বোন- স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। যে ভালো কথা বলে তাকে এড়িয়ে যায়, ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য মাদকাসক্ত বন্ধুকে আপন মনে করে। আত্মিক সম্পর্ক তাদের ছেড়ে দেয় । মাদক গ্রহণ করলে আচরণ পরিবর্তন হয়। ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না । এভাবেই পারিবারিক বন্ধন নষ্ট হয়।