প্রশ্ন ও উত্তর পর্ব-২৯
উদ্বেগের বিষয় দেশের মাদকাসক্তের বেশির ভাগই তরুণ
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১২ জানুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২৯।
প্রশ্ন: হঠাৎ করে একজন সুস্থ মানুষ মাদকে আসক্ত হয়ে যান কেন?
উত্তর: মাদকাসক্তি একটি মস্তিষ্কের রোগ। এটাকে ক্রনিক রিল্যাপ্সিং ব্রেইন ডিজিজ বলা হয়ে থাকে। এর ফলে শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। একটি জরিপে দেখা যায় দেশের প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। উদ্বেগের বিষয় এদের বেশির ভাগই তরুণ । ১৫থেকে ৩৫ বছরের মানুষেরা মাদক বেশি গ্রহণ করে। তরুনদের মধ্যে ইয়াবার ব্যবহার বেশি দেখা যায়। এক বা একাধিক কারণে মানুষ মাদকে আসক্ত হতে পারে।মাদকে আসক্ত হবার অনেক গুলো কারনের মধ্যে প্রথমত রয়েছে মাদকের সহজলভ্যতা, দ্বিতীয়ত বন্ধুদের চাপে পড়ে মাদক গ্রহন শুরু করা, তৃতীয়ত কৌতূহল থেকে কেউ কেউ মাদক গ্রহণ শুরু করেন, চতুর্থ ব্যক্তিগত হতাশা বা সম্পর্কের টানাপোড়েন, কেউ কেউ পুরুষত্ব বাড়ানোর জন্য বা নারীরা ওজন কমানো বা স্লিম হওয়ার জন্য ইয়াবা ব্যবহার করেন। আশেপাশের মানুষের কথায় প্রভাবিত হয়ে অনেকে ধীরে ধীরে মাদকের ফাঁদে আটকে যায়। একটা সময় পরে যখন মাদকের উপর নির্ভরতা শুরু হয়ে যায় তখন আর সেখান থকে বের হয়ে আসতে পারেননা।