আঁধার ছেড়ে আলোতে সৌরভ

আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। সারা বিশ্বে এক সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হবে দিবসটি। প্রতি বছরই ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। এই দিবসকে সামনে রেখে আজ থাকছে মাদকের অন্ধকার জগৎ থেকে ফিরে আসা সৌরভের গল্প। প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার সেবা নিয়ে সৌরভের মতো সুস্থ হয়েছেন অনেকেই।

সৌরভ (ছদ্মনাম) বাবা-মায়ের আদরের ছেলে, আর পড়াশোনাতেও দুর্দান্ত। ভর্তি হন প্রকৌশলীদের স্বপ্নস্থান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। এদিকে, সৌরভ একজনকে পছন্দ করতেন। বুয়েটে ভর্তির পরপরই তাঁর পছন্দের মানুষের সঙ্গে বিচ্ছেদে হয়। এই বিচ্ছেদ যেন মন ভেঙে দেয় সৌরভের। ঠিক সেই সময়ে মন ভালো করতে এগিয়ে এলেন হলের বড় ভাইয়েরা। হাতে ধরিয়ে দিলেন মন ভালো করার ‘বটিকা’, যা আসলে ছিল গাঁজা।

সাময়িকভাবে প্রিয়জনকে হয়তো ভুলে থাকতে পারতেন সৌরভ। কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক জীবন, পরিবার, পড়াশোনা থেকে দূরে যেতে থাকলেন। মেধাবী ছাত্র সৌরভ পরীক্ষায় কোনোভাবেই পাস করতে পারছিলেন না। পরিবারের সঙ্গে তৈরি হয় দূরত্ব। সারা দিন নেশার রাজ্যে বুঁদ হয়ে থাকতেন।

কিন্তু সময় তো আর থেমে থাকে না। বন্ধু–বান্ধবরা একে একে যখন সবাই পাস করে গেলেন, ভালো ভালো চাকরি করতে শুরু করলেন। তখন সৌরভের মনে হলো, এ কী হয়ে গেল তার জীবনে! কী করবেন, কীভাবে স্বাভাবিক জীবনে ফিরবেন, এই দোলাচলে যখন সৌরভ আর তাঁর পরিবার চিন্তিত। তখনই একদিন প্রথম আলোর মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার বিজ্ঞাপন চোখে পড়ল তাঁদের। মাকে নিয়ে সৌরভ চলে এলেন ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনের পরামর্শ সহায়তা সভায়। বিশেষজ্ঞদের পরামর্শ শোনে শুরু করেন চিকিৎসা।

ধীরে ধীরে সুস্থ হতে থাকেন সৌরভ। শেষ করেন পড়াশোনা। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন এখন। একেবারে সুস্থ হওয়ার পর সম্প্রতি বিয়েও করেছেন, এখন ভালো আছেন সৌরভ।

তরুণসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ২০০৩ সালের ১ মে যাত্রা শুরু হয় প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের। ২০০৯–এর ২৩ মে প্রথম আলো ট্রাস্টের কার্যক্রম শুরু হলে মাদকবিরোধী আন্দোলনের কার্যক্রম ট্রাস্টের অধীনে চলে যায়। ২০০৩ সাল থেকে গত ১৯ বছরে প্রায় প্রতি মাসেই পরামর্শ সহায়তা সভা আয়োজিত হয়েছে। মুক্ত আলোচনার পাশাপাশি হয়েছে মাদকবিরোধী শোভাযাত্রা। মাদকবিরোধী কনসার্ট হয়েছে ১৭টি। একই সঙ্গে শিশু–কিশোরদের সচেতনতা সৃষ্টিতে প্রতিবছর মাদকবিরোধী স্টিকার ডিজাইন প্রতিযোগিতা, সাংবাদিকদের জন্য ‘মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার’, স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজনসহ আরও নানা কর্মসূচি নিয়ে সক্রিয় রয়েছে ট্রাস্ট।