‘অ্যালকোহল লিভারের ক্ষতি করে’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৬ অক্টোবর ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া । অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৫৪।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া ।

প্রশ্ন: আমার এক ভাই ফেনসিডিল খেত। এখন মদ খায়। তার জন্য কি করব?

উত্তর: অ্যালকোহলও একটি মাদক। একটি মাদক থেকে অন্য মাদকে গিয়েছেন, তিনি মাদকাসক্তের মধ্যেই আছেন। অ্যালকোহল লিভারের ক্ষতি করে । অ্যালকোহল গ্রহণের ফলে লিভার অকার্যকর হয়ে যায়। লিভারে পরিপাক ক্রিয়া নষ্ট হয়। প্রথমে লিভার বিশেষজ্ঞকে দেখিয়ে শারীরিক চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা নিতে হবে, তারপর মনোরোগ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। সরকারিভাবে কেন্দ্রীয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বহি:বিভাগ ও দেশের সরকারি মেডিকেল কলেজের বহির্বিভাগ দেখাতে পারেন।