প্রশ্ন ও উত্তর পর্ব-১২২
‘অতি প্রশ্রয়ে সন্তান গোল্লায় যায়’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩০ আগস্ট ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১২২।
প্রশ্ন: বাচ্চা যা চায় তাই দিব, না কী করব?
উত্তর: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেন, ‘বাবা-মা হিসেবে বাচ্চার যৌক্তিক চাহিদা পূরণ করব। অযৌক্তিক চাহিদা পূরণ করব না। বাংলায় একটা প্রবাদ আছে যে, অতি প্রশ্রয়ে সন্তান গোল্লায় যায়। যে সন্তান অতি প্রশ্রয় পাচ্ছে, সেই সন্তান হঠাৎ করে ক্ষেপে যাচ্ছে। জিদ করছে। সেই সন্তান বড় হয়ে মাদক গ্রহন করতে পারে। প্যারেন্টিনর সাথে এটা জড়িত।’