পরিবার থেকে ‘না’ বলার সাহস অর্জন করতে হবে

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

ইচ্ছে থাকলেও অনেকে বন্ধুদের খারাপ প্রস্তাবে না বলতে পারে না। কিন্তু জীবনে না বলার সাহস অর্জন করা খুবই জরুরি। না বলার শিক্ষাটাও মানুষ পরিবার থেকে অর্জন করতে হবে। পরিবারের অভিভাবকদের ছোট বেলা থেকেই নৈতিকতা শেখাতে হবে। মূল্যবোধ শেখাতে হবে। সম্মানবোধ শেখাতে হবে। পরিবারের কর্তারা যদি কোনো অন্যায়কে গ্রহণ না করেন সন্তান ও অন্যদের মধ্যে এর প্রভাব পড়ে। এসব পরিবারের সন্তান অন্যায়কে কোনোরকম প্রশ্রয় দেয় না। নিজেরা কোনো অন্যায় করে না। অন্যায় দেখলে তার প্রতিবাদ করে। যেকোনো খারাপ কাজকে ঘৃণা করে। সাহসের সঙ্গে না বলতে পারে। খারাপকে না বলতে পারলে জীবনের পথ সুন্দর হয়।