প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২১ আগস্ট প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’—এই বিষয়ের ওপর আলোচনা করেন।মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় মাদক থেকে সন্তানকে দূরে রাখা প্রসঙ্গে ডা. সরদার আতিক বলেন, ‘অভিভাবকদের সন্তানকে গুণগত সময় দিতে হবে। সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কষ্ট করে কোনো কিছু পাওয়ার মধ্যে যে আনন্দ আছে, সন্তানকে সে বিষয়টি বোঝাতে হবে। না পাওয়াটাও জীবনের অংশ, সন্তানকে তা বোঝাতে হবে। সন্তানকে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করব, কিন্তু কোনো ধরনের সুবিধায় অভ্যস্ত করে তুলব না।’