অষ্টম শ্রেণির শিক্ষার্থী দ্বীপায়ন সরকার প্রশ্ন করে জানতে চায়, পরীক্ষার পর একমাত্র চিন্তা শুরু হয় —মা–বাবা কী বলবে। এই টেনশন থেকে মুক্তির উপায় কী?
উত্তরে পরামর্শকেরা বলেন, ‘মা–বাবাকে বুঝিয়ে বলতে হবে, ‘পরেরটা আর খারাপ হবে না। সচেতনতা সৃষ্টি হলে এ ধরনের বকাঝকা কমে যাবে। আগেই ভয়ে অস্থির হওয়ার দরকার নেই। একান্তই তা সম্ভব না হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।’