মাদকাসক্তি বা প্রযুক্তি আসক্তির ফলে মস্তিষ্ক ক্ষতিকরভাবে উদ্দীপ্ত হয়

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৬৯ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গত ২৯ জানুয়ারি ২০২৪, প্রথম আলোর কার্যালয়ে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ জানুয়ারি ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৬৯ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘প্রযুক্তি আসক্তি ও মাদকাসক্তি: সমাধানের উপায় কী’ এই বিষয়ের উপর আলোচনা করেন।

মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি সম্পর্কের বিষয়ে ডা. ফারজানা রহমান বলেন, ‘মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি মস্তিষ্কের একই জায়গায় কাজ করে। যে কোন ধরনের আনন্দময় ঘটনা যেমন– পুরস্কার প্রাপ্তি, প্রিয়জনের সান্নিধ্য আমাদের মস্তিষ্ককে উদ্দীপ্ত হয়। মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তির ফলেও মস্তিষ্ক উদ্দীপ্ত হয়। কিন্তু মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তির ফলে মস্তিষ্ক ক্ষতিকরভাবে উদ্দীপ্ত হয়।’

মাদক ও প্রযুক্তি আসক্তির কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবন চলার পথে নানা কারণে অনেকই  কষ্ট পায়। এই বেদনাবোধ, কষ্টের অনুভূতি ভুলে থাকতে অনেকেই আসক্তির পথে পা বাড়ায়। এছাড়া বন্ধু–বান্ধবের সঙ্গে দূরত্ব, একাকিত্ব, হতাশা, শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিংয়ের শিকার,পরীক্ষায় ভালো ফল না হওয়া, পরিবারিক সম্পর্কের অবনতি কিংবা নিছক কৌতুহল থেকে অনেকেই প্রযুক্তি কিংবা মাদকে আসক্ত হয়ে পড়ে। যেটা পরবর্তীতে বিপর্যয় ডেকে আনে। তাই যেকোনো ধরণের আসক্তি থেকে দূরে থাকতে হবে। ’