প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি 'শিশু কিশোরদের বয়ঃসন্ধি সমস্যা এবং বাবা-মার করণীয়' এই বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
বয়ঃসন্ধির সময় কি কি শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে? এই প্রশ্নের উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, 'আমাদের সন্তানেরা যখন বয়ঃসন্ধির সময়টা পার করে তখন তাদের মানসিক পরিবর্তন এবং শারীরিক পরিবর্তন হয়। আমাদেরও কিন্তু বাবা-মা হিসেবে নতুন একটা অভিজ্ঞতা হয় যে আমার সন্তানের একটা শারীরিক এবং মানসিক পরিবর্তন এসেছে এবং আমি এবং আমার সন্তান দুইজনই সেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময় আমাদের কি করা উচিৎ কিংবা এই পরিস্থিতি কিভাবে সামলানো উচিৎ সেই ব্যাপারে সচেতনতা জরুরি। বয়ঃসন্ধিকালে দেখা যায় যে বাচ্চাটা একটু খিটখিটে হয়ে ওঠে, কথায় কথায় অনেক সময় তর্ক যুদ্ধ এমনকি হাতাহাতিও করে। কারও চাপিয়ে দেয়া কোন কিছু সে মানতে চায় না। আবার সে মাঝে মাঝে নিজেকে গুটিয়ে রাখে। একা থাকে। পারিবারিক অনুষ্ঠানে যেতে চায় না। তার মধ্যে নিয়ম ভাঙ্গাকেই একটা বিরাট কিছু মনে হয়। এরই ধারাবাহিকতা থেকে অনেক সময় মাদকাসক্ত হয়ে যেতে পারে। অনেক সময় তারা নতুন সম্পর্কে জড়িয়ে যায়। আবার সেই সম্পর্ক ভেঙে গিয়েও তার একটা অনাকাঙ্ক্ষিত বিষয় হতে পারে। সে নানা ধরনের মানসিক প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এই সময়টা খুবই গুরুতবপূর্ন বাবা-মায়ের জন্য। সন্তানের সাথে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে সে তার আবেগের বিষয়গুলো বাবা-মায়ের সাথে শেয়ার করতে পারে। অর্থাৎ বাবা-মাকেই একটা ভরসার জায়গা তৈরি করতে হবে।'