বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে শিশুর মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
প্রশ্ন: অনেকেই অভিযোগ করে প্রযুক্তি মাদক ব্যাপ্তির একটি বড় কারণ। এ বিষয়ে অপনার অভিমত কী?
মোহিত কামাল: শিশুরা অবশ্যই প্রযুক্তির সহায়তায় বেড়ে উঠবে। তবে মা-বাবাকে খেয়াল রাখতে হবে যেন বদ্ধ ঘরে শিশুরা ইন্টারনেট ব্যবহার না করে। অত্যাধুনিক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে শিশুরা খুব কম বয়সে পর্নোগ্রাফি ও মাদকের মতো ভয়ানক বিষয়গুলো সম্পর্কে জেনে যায়। পরে একটু টেস্ট করে দেখার নামে অনেকেই আস্তে আস্তে আসক্তির দিকে চলে। এটা খুবই ভয়াবহ বিষয়। এর জন্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার থেকে আমাদের দূরে থাকতে হবে।’