‘মাদকাসক্তি দৈহিক ও মানসিক অবস্থার ভারসাম্য নষ্ট করে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৪ মার্চ ২০২৩ তারিখ রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন।
পরামর্শ সভায় মনোরোগবিশেষজ্ঞ রঞ্জন কুমার সেন বলেন, ‘আমি চিকিৎসা দিতে গিয়ে দেখেছি, আমার কাছে আসা অধিকাংশ রোগী মাদকসেবী। তাঁদের পরিবারের দুঃখ-কষ্ট কাছ থেকে দেখে নিজেরই খারাপ লাগে। এমনও দেখেছি, মাদক সেবন করতে করতে মেধাবী শিক্ষার্থীরাও পরিবারকে শেষ করে দিয়েছে। সামাজিক অপরাধ সংঘটনের অন্যতম কারন হচ্ছে হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি দৈহিক ও মানসিক অবস্থার ভারসাম্য নষ্ট করে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে।’