‘মাদকাসক্তকে ঘৃণা করা যাবে না’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ১৬২তম পরামর্শ সভায় জাতীয় নানা প্রশ্নের উত্তর দেন মনোরোগ বিশেষজ্ঞগণ।

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় বাঁ থেকে ডা. রাহেনুল ইসলাম, ডা.ফারজানা রহমান,ডা. জিল্লুর রহমান খান, ডা. মেখলা সরকার, ডা. সরদার আতিক, ডা. ফাতিমা মারিয়া খান। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

মাদকবিরোধী পরামর্শ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান বলেন, মাদকের প্রভাবে পারিবারিক নির্যাতনও হয়। মাদকাসক্তকে ঘৃণা করা যাবে না। তাঁর প্রতি ভালোবাসা দেখাতে হবে ও শ্রদ্ধাশীল হতে হবে। এসব মানুষকে দূরে ঠেলে দেওয়া যাবে না, কাছে টেনে নিতে হবে। নাহলে তাঁরা সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন ভেবে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাবেন।