মাদকবিরোধী পরামর্শ
‘মাদকের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে’
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজে গত ০৯ মে ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক খোরশেদ আলম ও পরিদর্শক কবীরুল হাসান।মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় অংশ নিয়ে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম বলেন, ‘মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, অভিভাবকদের মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, বিতর্ক, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এসব আয়োজনে সহযোগিতা দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মনে রাখতে হবে শিশু-কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই জীবনের শুরুর শিক্ষা পায়। তাই পাঠদানের পাশাপাশি মাদকের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা শিক্ষকের দায়িত্বের মধ্যেপড়ে। এ জন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।’