ঐকান্তিক ইচ্ছা থাকলে যেকোনো নেশা থেকে মুক্ত থাকা যায়
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।
বর্তমান সময়ে বহুল প্রচলিত মাদক ইয়াবার ভয়াবহতার কথা উল্লেখ করে মোহিত কামাল বলেন, ‘আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ওজন ১ হাজার ৪০০ থেকে ৫০০ গ্রাম। কেউ যদি এক থেকে দুই বছর নিয়মিত ইয়াবা সেবন করে, তার মস্তিষ্কের ওজন ১০০০ গ্রামে নেমে যায়। এটা ভয়ংকর ক্ষতি। সহায়তা, ভালোবাসা ও সুচিকিৎসা দিয়ে মাদকাসক্তি থেকে যে কাউকে মুক্ত করা সম্ভব।’
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক বলেন, সৎ ইচ্ছা হলো সবচেয়ে বড় শক্তি। ঐকান্তিক ইচ্ছা থাকলে যেকোনো নেশা থেকে মুক্ত থাকা যায়। মানসিক সুস্বাস্থ্যের জন্য সংস্কৃতি ও খেলাধুলাচর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।