‘অনাবশ্যক কৌতূহল থেকে কিশোর–কিশোরীদের দূরে রাখতে হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২১ আগস্ট প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’—এই বিষয়ের ওপর আলোচনা করেন।মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

কিশোর–কিশোরীদের কৌতূহলী মন প্রসঙ্গে ডা. সরদার আতিক বলেন, মানুষের জীবনে যত আবেগ আছে তার মধ্যে শক্তিশালী আবেগ হচ্ছে কৌতূহল। কিশোর–কিশোরীদের কৌতূহলের প্রবণতা বেশি থাকে। অনাবশ্যক কৌতূহল থেকে কিশোর–কিশোরীদের দূরে রাখতে হবে। এ ক্ষেত্রে কিশোর–কিশোরীদের সঙ্গে মা–বাবার সম্পর্কটা গুরুত্বপূর্ণ। মা–বাবারা যদি কিশোরমনের কৌতূহলগুলোর সঠিক উত্তর দিতে পারেন এবং অনাবশ্যক কৌতূহল থেকে দূরে রাখতে পারেন তাহলে সন্তানের বিপথে যাওয়ার আশঙ্কা কম থাকে।