‘প্রযুক্তি ব্যবহারে মা–বাবাকে সংযত হতে হবে’

কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ মার্চ ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক অশান্তি : মাদকের প্রভাব’ এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় শিশু লালন পালনে মা– বাবার দায়িত্ব প্রসঙ্গে  ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘প্রথমত মা–বাবাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। পরিবারে ইতিবাচক সংস্কৃতির চর্চা করতে হবে। প্রযুক্তি ব্যবহারে মা–বাবাকে সংযত হতে হবে। শিশু কিংবা সববয়সী মানুষের ক্ষেত্রে ঘুম থেকে ওঠার একটি নির্দিষ্ট সময় থাকতে হবে। শিশুদের কিন্তু বার বার খিদে পায়। তাই শিশুর সময় অনুযায়ী খাবার দিতে হবে। পুর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রেও খাবার সময় নির্দিষ্ট থাকতে হবে। নিজেকে সময় দিতে হবে। অতিথি আপ্যায়নের যে সংস্কৃতি আমাদের সমাজে ছিল সেটি কিন্তু করোনার পর থেকে প্রায় লুপ্ত হয়েছে। শিশুর সমাজিকীকরণের ক্ষেত্রে আত্মীয়–স্বজনের বাসায় যাওয়া, নিজের বাসায় আমন্ত্রণ জানানোর চর্চা বাড়াতে হবে।’