প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ২০ মার্চ ২০২৩ তারিখ ১৬৩ তম মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অনলাইন এই আয়োজনে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক অশান্তি : মাদকের প্রভাব’ এই বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
শিশু–কিশোরদের মাদক ও প্রযুক্তি আসক্তির লক্ষণ প্রসঙ্গে মনোরোগ চিকিৎসক রাহেনুল ইসলাম বলেন, ‘যদি আমরা দেখি সন্তানের বন্ধু হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, রাত জাগছে, সকালে উঠতে পারছে না, পোশাক–পরিচ্ছেদ পরিচ্ছন্ন থাকছে না, মিথ্যা বলছে, পরিবারের দামি জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, বাথরুমে বেশি সময় কাটাচ্ছে, খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে— এ ধরণের লক্ষণ দেখা দিলে সন্তানের সঙ্গে একান্তে কথা বলুন। সন্তানকে সরাসরি তার সমস্যার বিষয়ে অবহিত করুন। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন।’