প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ নভেম্বর ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল, ‘গণতান্ত্রিক প্যারেন্টিং কী ও কেমন’ এই বিষয়ের ওপর আলোচনা করেন। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় প্যারেন্টিং প্রসঙ্গে ডা. মোহিত কামাল বলেন, সহজ কথায় শিশু লালন–পালন করার প্রক্রিয়াকে প্যারেন্টিং বলে। জীবন সুন্দর করার জন্য ভালো প্যারেন্টিং খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্যারেন্টিংয়ের শুরুটা কিন্তু হয় গর্ভাবস্থা থেকে। গর্ভাবস্থায় মা যদি প্রশান্তিতে থাকে, উদ্বেগ মুক্ত থাকে, পরিবারের সদস্যদের আদর–ভালোবাসা পায়, সঠিক চিকিৎসা পায় তাহলে মা একধরনের আত্মবিশ্বাস অর্জন করে। এই আত্মবিশ্বাস গর্ভের সন্তানের মধ্যে প্রবাহিত হয়। আপরদিকে গর্ভাবস্থায় মা যাদি আদর, ভালোবাসা না পায়, উদ্বেগ–উৎকন্ঠায় থাকে এটি গর্ভের সন্তনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। মা সুন্দর পরিবেশের মধ্যে থাকলে শিশুর মানসিক গঠন ভালো হয়। নিরাপদ সন্তান প্রসব খুবই গুরুত্বপূর্ণ। গ্রামের ক্ষেত্রে প্রশিক্ষিত দাই দ্বারা ও শহরে ভালো হাসপাতালে যদি প্রসবের ব্যবস্থা করা হয় তাহলে মা অনেকটা উদ্বেগমুক্ত থাকে।