মাদকবিরোধী পরামর্শ
‘জীবন সম্পর্কিত ব্যক্তিগত অনুভূতি সন্তানের সঙ্গে আলোচনা করুন’
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৪ মার্চ ২০২৩ তারিখ রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন।পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় অংশ নিয়ে মনোরোগবিশেষজ্ঞ ডা. রঞ্জন কুমার সেন বলেন, ‘সন্তানের মাদকসক্তি প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে মা–বাবা। কিশোর–কিশোরীরা কম বয়স থেকেই মাদকাসক্ত হয়ে পড়লে, তাদের পরবর্তী জীবনে মাদকের প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সন্তানদের মাদকের বিরুদ্ধে সচেতন করার উপায় হলো সোজাসুজি, খোলামেলাভাবে তাদের সঙ্গে ওই প্রসঙ্গে কথা বলা। সন্তানের মনের খবর রাখুন। জীবন সম্পর্কিত ব্যক্তিগত অনুভূতি সন্তানের সঙ্গে আলোচনা করুন। যেকোনো সঙ্কটের সময় সন্তানের পাশের থাকুন। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন জীবন নিয়ে সন্তানের মধ্যে অনিরাপত্তাবোধ না থাকলে মাদকাসক্ত হওয়ার আশঙ্কা কমে যায়।’