‘মাদকাসক্তির কারণে সামাজিক বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে’

রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে গত ১৪ মার্চ ২০২৩ তারিখে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো

পরামর্শ সভায় অংশ নিয়ে মনোরোগবিশেষজ্ঞ ডা. রঞ্জন কুমার সেন বলেন, ‘মাদকাসক্তি আমাদের দেশের তরুণ ও যুব সমাজকে ঠেলে দিচ্ছে ভয়াবহ পরিণতির দিকে। মাদকাসক্তির কারণে  সামাজিক  বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে। মাদকদ্রব্য কেনাবেচাকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে ভয়ংকর সব অপরাধ। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। মাদকাসক্তির কারনে  মস্তিষ্ক ক্ষতিকরভাবে উদ্দীপ্ত হয়। মাদক সেবনের  ফলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, রক্তচাপ বৃদ্ধি পায়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে।’