পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

সভ্যতার শুরু থেকেই মানুষের প্রথম পাঠশালা পরিবার। পরিবারের শিক্ষাই জীবনের সব জায়গায় কাজে লাগে। তাই পরিবার থেকেই মানুষকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা পেতে হয়। অনেকে এ শিক্ষা পায় না। কোনো মানুষের এ শিক্ষার অভাব থাকলে তার মানসিক ভিত্তি দুর্বল থাকে। এরা যেকোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। যেসব সন্তান পরিবার থেকে মূল্যবোধের শিক্ষা পায় তারা একান্ত বাধ্য না হলে কোনো খারাপ কাজ করে না। এরা সব সময় সততার সঙ্গে সামনে এগিয়ে যায়। যেকোনো অন্যায় কাজের প্রতিবাদ করে। জীবনে সফল হয়। বিপদে ভেঙে পড়ে না। তাই পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষার খুব প্রয়োজন। আমরা অনেক বড় মানুষের কথা জানি। তারা সততা, নৈতিকতা ও মূল্যবোধের জন্য সম্মান ও সফলতার শিখরে অবস্থান করেছেন। প্রতিটি পরিবারের উচিত সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি করা।