প্রশ্ন: মাদক থেকে ফিরে আসার প্রক্রিয়া কী?
উত্তর: মাদক আপনার ক্ষতি করছে আপনি বুঝতে পেরে ফিরে আসতে চাচ্ছেন, আপনি চিকিৎসার প্রথম ধাপ পার হলেন। ফিরে আসার ইচ্ছাশক্তিটা আপনার হয়েছে। একবার মাদক খেলে ৬০টি কেমিক্যাল ব্রেনে ঢুকে যায়। এক বছর তা সক্রিয় থাকে । পরের এক বছর সুপ্ত থাকে। সহজে বোঝার জন্য বলছি ঘুণ পোকার মতো খেয়ে ফেলে । মাদক থেকে ফিরে আসতে একজন মনোরোগ চিকিৎসকের কাছে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করতে হবে। এমন না যে মাদক পুনর্বাসন কেন্দ্র থেকে ঘুরে এলাম ভালো হয়ে গেলাম। দীর্ঘ সময় ধরে চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। মাদকে পুনরাসক্তি ও হতে পারে আমরা বলি স্থান, ব্যক্তি , সময়। যে সময়ে মাদক গ্রহণ করত সেই সময়ে মাদকে গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে। যে ব্যক্তি বা বন্ধুর সঙ্গে মাদক গ্রহণ করত সেই সময়ে মাদকে গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে। যে সময়ে মাদক গ্রহণ করত সেই সময়ে মাদকে গ্রহণ করতে মন চাইবে। মাদক ছেড়ে দিলেও ট্রিগার অন হতে পারে।ব্রেনের কোষের ভেতর থেকে মাদককে বের করতে হবে। এটা এক ধরনের যুদ্ধ । দীর্ঘ সময় ধরে চিকিৎসা প্রক্রিয়া মধ্যে লেগে থাকতে হবে।