প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শসভা। ২০২৩ সালের ২৯ নভেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত (১৬৮তম) অনলাইন মাদকবিরোধী পরামর্শসভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল, ‘গণতান্ত্রিক প্যারেন্টিং কী ও কেমন’– এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শসভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
সন্তানের সঙ্গে পরিবারের সদস্যদের আচরণ কী রকম হবে তার ওপর সন্তানের ব্যক্তিতের ধরন গড়ে ওঠে উল্লেখ করে ডা. মোহিত কামাল বলেন, গণতান্ত্রিক প্যারেন্টিংয়ের ক্ষেত্রে মা–বাবা সন্তানদের পরিচর্যা করবেন, নিরাপত্তা দেবেন, মৌলিক চাহিদা পূরণ করবেন, মানসিক চাহিদা পূরণ করবেন, সন্তানের প্রশ্নের যথাযথ উত্তর দেবেন, সন্তানকে স্বাধীনতা দেবেন; কিন্তু এসবের একটা নির্দিষ্ট সীমা থাকবে। গণতান্ত্রিক প্যারেন্টিংয়ে মা–বাবা সন্তানের ব্যক্তিত্বকে গুরুত্ব দেন এবং আলাপ–আলোচনার মাধ্যমে সন্তানকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়ে থাকেন।