‘মাদকাসক্তির চিকিৎসা এখানে অপ্রতুল’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এই সভা ছিল সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন শ্রেণি–পেশার নারী–পুরুষ এতে উপস্থিত ছিলেন। তাঁরা অতিথিদের কাছে মাদক ও বিভিন্ন আসক্তি সম্পর্কে জানতে চান। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১০৬।

গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।

‘মাদক নিয়ে আলোচনা হোক’ শিরোনামে প্রথম আলো ট্রাস্ট এই সভার আয়োজন করে। মূলত ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সভার আয়োজন করা হয়। আয়োজনের সহযোগী হিসেবে ছিল চট্টগ্রাম বন্ধুসভা। সূচনা বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি শিহাব জিসান।

চিকিৎসক মো. মোস্তফা বলেন, এখানে মানসিক চিকিৎসার নামে যে রিহ্যাব সেন্টার গড়ে উঠেছে, সেগুলোর বেশির ভাগ নির্যাতন কেন্দ্র। মাদকাসক্তির চিকিৎসা এখানে অপ্রতুল। এখানে মাদকাসক্তি নিয়ে উচ্চমানের কাজ হয় না। মাদকাসক্তির পাশাপাশি আরও অনেক আসক্তি হয়, যেগুলো ক্ষতিকর। মাদকাসক্তি ছাড়াও আরও অনেক ধরনের মানসিক রোগ রয়েছে।