‘প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার কিশোরদের অস্থির ও অধৈর্য করে তোলে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২১ জানুয়ারি ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা।
সভার অন্যতম আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের খুব বেশি প্রয়োজন নেই। আমাদের এখানে সামাজিক বন্ধনের ঐতিহ্য রয়েছে। এর চর্চা বাড়াতে হবে। আমরা কখনো প্রযুক্তির দাস হতে পারি না। আমরা মানবিকতার জয়গান গাইব। প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার কিশোরদের অস্থির ও অধৈর্য করে তোলে । প্রযুক্তি আসক্তির ফলে মস্তিষ্ক ক্ষতিকরভাবে উদ্দীপ্ত হয়। প্রযুক্তি আসক্তি মানুষে মানুষে সম্পর্কের দিকগুলো দুর্বল করে দেয়। প্রযুক্তি আসক্তির কারনে পারিবারিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।’