‘সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ মে ২০২৩ শনিবার প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত ১৬৮তম এ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।
সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেন, ‘ ৯০ শতাংশ আত্মহত্যা সংঘটিত হয় পরিকল্পিতভাবে। আত্মহত্যা কোনো রোগ নয়। তবে আত্মহত্যা হচ্ছে রোগের পরিণতি। চূড়ান্তভাবে বিষণ্নতায় ভোগা মানুষ আত্মহত্যার পথে পা বাড়ান। আবার কেউ কেউ তীব্র কষ্ট পান, যে কষ্ট কোনোভাবেই সামলে উঠতে পারছেন না। ফলে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। সুতরাং যাঁরা বিষণ্নতায় ভুগছেন, তাঁদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। বিষণ্নতায় ভোগা ব্যক্তিদের প্রতি সহযোগিতা-সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে।’