ধূমপান কেবল নিজের ক্ষতি করে না, পরিবেশেরও ক্ষতি করে

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদক বিষয়ে সচেতনতা অনুষ্ঠানে অতিথি ও দর্শকেরা। গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে।
ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান।

এক শিক্ষার্থীর পক্ষ হয়ে চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি চিকিৎসকদের কাছে জানতে চান, ধূমপান করলে কি মানসিক চাপ কমে যায়? উত্তরে এ এস এম রিদোয়ান বলেন, ‘দুশ্চিন্তা কমানোর জন্য অন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে। ধূমপান করলে দুশ্চিন্তা কমে না। বরং নিকোটিন দুশ্চিন্তা  বাড়িয়ে দেয়। দুশ্চিন্তা কমানোর জন্য সামাজিক নানা কাজ বা ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়। সুস্থ জীবনযাপন করতে হলে, ধূমপান পরিহার করতে হবে। বুঝতে হবে, ধূমপান করলে কেবল নিজের ক্ষতি হয় না, আশপাশের পরিবেশের ক্ষতি করে। নিজের পরিবারও বিপদের মুখে পড়ে।’

সভায় ওমর কায়সার প্রথম আলো ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, প্রথম আলো ট্রাস্ট শুরু থেকেই মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে।