শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Donate
  • প্রচ্ছদ
  • কার্যক্রম
  • ছবি
  • ভিডিও
  • ট্রাস্ট সম্পর্কে
  • About Prothom Alo Trust
  • Contact
  • Updates
  • প্রথম আলো
মাদকবিরোধী আন্দোলন

প্রশ্ন ও উত্তর পর্ব-২১০

‘অভিভাবককে আরও সচেতন হতে হবে’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলেছে অনলাইনে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২১০।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৬: ৩৫

প্রশ্ন: যে মাদক গ্রহণ করতে বলে, সে বন্ধু নয়। সন্তানকে এটা কীভাবে বোঝাতে পারি?

উত্তর: ছোটবেলায় যাদের সঙ্গে খেলাধুলা করে বা পড়াশোনা করে বেড়ে উঠি, তাদের আমরা বন্ধু বলি। বন্ধুকে অনুকরণ করার একটা বিষয় থাকে। কিশোর বয়সে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে। মাদক গ্রহণ করলে নিজের সত্তা বিলীন হয়ে যায়। কেননা, মাদক গ্রহণের ফলে একজন ব্যক্তি দানবে পরিণত হয়। কোনো বন্ধু মাদক নিজে গ্রহণ করে, অন্য বন্ধুকে গ্রহণ করতে বলে, সে তো প্রকৃত বন্ধু নয়। বন্ধুকে ‘না’ বলার টেকনিক রয়েছে। অভিভাবককেও সচেতন হতে হবে। কার সঙ্গে মিশছে খোঁজ খবর রাখতে হবে।

মাদকবিরোধী আন্দোলন থেকে আরও পড়ুন
  • মাদকাসক্তি
  • মাদক বিরোধী আন্দোলন ট্রাস্ট
  • মাদক পরামর্শ সহায়তা
  • মাদককে ‘না’
মন্তব্য করুন