মাদক গ্রহণ করলে নিজের সত্তা বিলীন হয়ে যায়

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। অনলাইনে মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২০৩।

অনলাইনে মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।

প্রশ্ন: যে মাদক গ্রহণ করতে বলে, সে বন্ধু নয়। সন্তানকে এটা কীভাবে বোঝাতে পারি?

উত্তর: ছোটবেলায় যাদের সঙ্গে খেলাধুলা করে বা পড়াশোনা করে বেড়ে উঠি, তাদের আমরা বন্ধু বলি। বন্ধুকে অনুকরণ করার একটা বিষয় থাকে। কিশোর বয়সে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে। মাদক গ্রহণ করলে নিজের সত্তা বিলীন হয়ে যায়। কেননা, মাদক গ্রহণের ফলে  একজন  ব্যক্তি দানবে পরিণত হয়। কোনো বন্ধু মাদক নিজে গ্রহণ করে, অন্য বন্ধুকে গ্রহণ করতে বলে, সে তো প্রকৃত বন্ধু নয়। বন্ধুকে ‘না’ বলার টেকনিক রয়েছে।  অভিভাবককেও সচেতন হতে হবে।কার সঙ্গে মিশছে খোঁজ খবর রাখতে হবে।

আমরা জানি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।  যে বন্ধুর  মাদক গ্রহণ করে তাকে এড়িয়ে চলতে হবে, সতর্কভাবে বলতে হবে। কোনো অজুহাত না দিয়ে সরাসরি বলবে। আঘাত দিয়ে নয়, কটু কথা না বলে তাকে মাদকের কথা বলতে হবে। আমি মাদক নিই না, ক্ষতিকারক দিক সম্পর্কে আমি জানি, তুমি আমার ভালো বন্ধু হলে মাদক ছেড়ে দাও, মাদক ছেড়ে দিয়ে আমার কাছে এসো।