‘একটি পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট’

ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এম এ এস পাঠান এবং আমন্ত্রিতি অতিথিগণ। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় অংশ নিয়ে মনোরোগবিদ ডা. এম এ এস পাঠান বলেন, ‘বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যা মাদকাসক্তি। একটি পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট। মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের  ভূমিকা গুরুত্বপূর্ণ। যেকোন সমস্যা নিয়ে সন্তানদের সঙ্গে খোলামেলা আলাপ–আলোচনা করতে হবে। মা–বাবারা যদি তাঁদের ব্যস্ত সময়ের একটা নির্দিষ্ট অংশ সন্তানের জন্য বরাদ্দ রাখেন, তাদের জীবনের জটিল সমস্যাবলি সমাধানে অত্যন্ত সচেতন ও মনোযোগী হন, তাহলে সন্তানের মাদকাসক্তি প্রতিরোধ বহুলাংশে সম্ভব।’