প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ময়মনসিংহ কমার্স কলেজ মিলনায়তনে গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে সভায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান কাওসার আহমদ এবং একই বিভাগের সহকারী অধ্যাপক পলাশ রায়। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো
পরামর্শ সভায় অংশ নিয়ে ডা. কাওসার আহমদ বলেন, দেশে মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে নিয়মিত সভা-সমিতি, সেমিনার, কর্মশালার আয়োজন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী পরামর্শ সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালান প্রতিরোধে প্রচলিত আইনের বাস্তব প্রয়োগ ও কঠোর বিধান কার্যকর নিশ্চিত করতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্তানের বুদ্ধিবৃত্তিক বিকাশের সহায়ক পরিবেশে সৃষ্টি করতে হবে। সন্তানের ভালো লাগা–মন্দ লাগাকে গুরুত্ব দিন। মাদক প্রতিরোধে শৈশব থেকেই সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে হবে।