‘ভালোবাসা ও শাসনের মিশ্রণ দরকার’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ সেপ্টেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের  সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১২৯।

প্রশ্ন: অভিভাবক হিসেবে কিশোর কিশোরীর সঙ্গে ব্যবহার কেমন হবে?

উত্তর: টিনএজ ছেলেমেয়েদের বাবা-মা আমাদের কাছে আসেন । তাঁরা বলেন তাঁদের সন্তান মিথ্যা কথা বলে।  বিভিন্ন সমস্যার কথা বলেন । আমি বলব পজিটিভ প্যারেন্টিংর কোনো বিকল্প নেই । ভালোবাসা ও শাসনের মিশ্রণ দরকার। অতিরিক্ত ভালোবাসা সন্তানের জন্য ঠিক না। ফলে ভালোবাসা ও শাসনের মেলবন্ধন থাকতে হবে। ধরা যাক মাসে সন্তানকে দুই থেকে তিন হাজার হাত খরচের জন্য টাকা দিচ্ছি। আবার মাস শেষে খরচের হিসাব নিব। কিশোর বয়সে যদি তার ঘাটতি থাকে তরুণ বয়সে ওই সন্তান আত্মহত্যা, মাদকে জড়িয়ে পড়তে পারে। রাগের বশবর্তী হয়ে কেউ কেউ আত্মহত্যা করতে পারে। সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম দিতে হবে।