‘মাদকাসক্তির ফলে মানুষের হৃৎস্পন্দন বেড়ে যায়’

দিনাজপুর সদর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দিনাজপুর সদর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়।দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের সহাকারী অধ্যাপক জলধি নাথ রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ-নেওয়াজ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় অংশ নিয়ে ডা. জলধি নাথ রায় বলেন, ‘মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে দেশজুড়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকে। মাদক এখন গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে তাই সামাজিকভাবে একে মোকবেলা করা জরুরি। পাড়া–মহল্লা থেকে সচেতনতা তৈরি করতে না পারলে মাদকের বিস্তৃতি রোধ করা যাবে না। মাদকাসক্তির ফলে মানুষের হৃৎস্পন্দন, রক্তচাপ,বেড়ে যায়। এছাড়া অনেকের ক্ষেত্রে অনিদ্রা, ক্ষুধামন্দা, অতিরিক্ত ঘুম সহ নানা ধরণের মানসিক সমস্যা তৈরী হয়। মাদকাসক্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে।’