প্রশ্ন ও উত্তর পর্ব-১৮৮
‘মাদকগ্রহণে শরীর, মন ও মস্তিষ্কের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে’
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-১৮৮।
প্রশ্ন: মাদকের খারাপ দিকগুলো কী কী ?
উত্তর: সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান বলেন, ‘মাদক হলো এমন একটি দ্রব্য, যা গ্রহণ করলে উত্তেজনা তৈরি হয় অথবা শরীর ও মনে অবসাদ সৃষ্টি করে। স্বাভাবিক চিন্তা বাধাগ্রস্ত হয়, শরীর, মন ও মস্তিষ্কের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে, নেশা তৈরি করে। মাদক গ্রহণ করলে লিভার নষ্ট হয়। মাদক গ্রহণে কিডনি নষ্ট হয়। বিভিন্ন ধরনের সংক্রামক রোগ যেমন হেপাটাইটিস, এইডসের মতো ভয়াবহ রোগ হতে পারে। মাদকাসক্তির সঙ্গে মানসিক রোগের একটা সম্পর্ক আছে। মাদকাসক্ত ব্যক্তির মানসিক অনেকগুলো রোগের লক্ষণ দেখা যেতে পারে । সিজোফ্রেনিয়া , বিষণ্নতা, ডিপ্রেশন, বাইপোলার মুড ডিসঅর্ডার, আত্মহত্যা কিংবা যেকোনো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে। মাদক গ্রহণে চোখ নষ্ট হতে পারে। ইয়াবা আসক্ত হলে কিডনি বিকল হতে পারে।’